ঈদযাত্রায় লঞ্চেও বাড়ছে যাত্রীচাপ

Passenger Voice    |    ১১:২৪ এএম, ২০২৪-০৪-০৫


ঈদযাত্রায় লঞ্চেও বাড়ছে যাত্রীচাপ

শুরু হয়েছে ঈদযাত্রা। সপ্তাহের শেষ কর্মবিদস ছিল গতকাল বৃহস্পতিবার। তাই দুপুরের পর থেকে সদরঘাটের দিকে ছিল মানুষের ভিড়। দক্ষিণাঞ্চলের মা জনপ্রিয় লঞ্চ। সময় বাঁচাতে বাসে গেলেও পরিবার-পরিজন নিয়ে আয়েশে যাওয়ার চিন্তা থেকে লঞ্চের ডেকে মানুষের বেশ চাপ ছিল। এদিকে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ লঞ্চ সার্ভিস। ২২টি নৌপথে দেড়শ লঞ্চে ঈদযাত্রীদের আনা-নেওয়ার কথা রয়েছে। পদ্মা সেতু নির্মাণের ফলে লঞ্চের যাত্রী কমে গেলেও ঈদ উপলক্ষে যাত্রীচাপ অনেকটা বেড়েছে। যদিও এখন সড়কপথেই চাপ বেশি।

লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল বলেন, নৌপথে ঈদে ঘরমুখী মানুষের সুবিধার্থে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা ঠিক, পদ্মা সেতুর কারণে নৌপথের যাত্রী অনেক কমে গেছে।

গতকাল অফিস শেষে মানুষের স্রোত ছিল বাস টার্মিনাল ও রেলস্টেশনের দিকেও। সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী-কল্যাণপুর এলাকায় যাত্রীচাপ ছিল বেশ। কমলাপুর রেলস্টেশনেও ছিল ভিড়। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আজ ৫ এপ্রিল থেকে সারাদেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ার। তিনি বলেন, শেষ মুহূর্তের সরকারি-বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে, সেদিক লক্ষ্য রেখে সারাদেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। তবে হঠাৎ রেলের ইঞ্জিনে সমস্যা হলে অতিরিক্ত ইঞ্জিনের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত লোকমেটিভও রয়েছে।

জানা গেছে, ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩) চট্টগ্রাম-চাঁদপুর; চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪) চাঁদপুর-চট্টগ্রাম; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৭ ও ৮) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ৫ এপ্রিল (আজ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৫ দিন চালানো হবে। এ ছাড়াও কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে (৮ ও ৯) এপ্রিল ও ঈদের পরের দিন থেকে তিন দিন চলাচল করবে।

প্যা.ভ/ত